কোচ পরিবর্তনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে রেকর্ড করতে পারবে তা হয়তো অবাস্তব নয়। জেমি ডে’র পর জাতীয় দলের দায়িত্ব এসেছিলেন দুইজন অস্থায়ী কোচ। বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনের অধীনে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ শ্রীলঙ্কা, ভারত, নেপাল এবং মালদ্বীপের বিপক্ষে খেলে। তাতে শ্রীলংকার বিপক্ষে জয়, ভারত ও নেপালের বিপক্ষে ড্র এবং মালদ্বীপের বিপক্ষে হেরে ফাইনাল খেলা হাত ছাড়া হয় জামাল ভূঁইয়াদের। এরপর শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে কোচের ভূমিকায় আসেন ঢাকা আবাহনীর মারিও লেমস। তার অধীনে তিন ম্যাচ খেলে বাংলাদেশ। সেশেলস, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা বিপক্ষে খেলে দীর্ঘ ১৮ বছর পর মালদ্বীপের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। কিন্তু সেখানেও শিরোপা হাতছাড়া।
নিজেদের স্থায়ী কোচ নিয়োগের বাফুফে স্পেন থেকে উড়িয়ে আনেন হাভিয়ের কাবরেরাকে। তার অধীনে আগামী ২৪ মার্চ মালদ্বীপ বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচকে সামনে রেখে নতুন করে বাংলাদেশ দল গঠন করার কাজ শুরু করেছেন এই স্প্যানিশ কোচ। নতুন পুরাতন মিলেয়ে ৩০ জন এর একটি প্রাথমিক দলও বাছাই করেছেন তিনি। ১৮ মার্চ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স শুরু হবে বাংলাদেশের ক্যাম্প। লিগের আরেকটি রাউন্ডের খেলা দেখে দল ঘোষণা করবেন এই কোচ। তিনি জানান দল চূড়ান্ত করার কাজ এখনও বাকি রয়েছে, এইবার দলে নতুন কিছু মুখ দেখা যেতে পারে ।
বিভিন্ন সূত্র অনুযায়ী নতুন মুখদের মধ্যে রয়েছে মোহামেডান স্পোর্টিং লিমিটেডের মিডফিল্ডার শাহরিয়ার ইমন ও আসিফ হোসেন, সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড মারাজ হোসেন ও সাজ্জাদ হোসেন এবং চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। এছাড়াও পুরোনদের মধ্যে ফিরে আসার তালিকায় থাকতে পারেন পুলিশ ফুটবল ক্লাবের মিডফিল্ডার মোনায়েম খান রাজু, সাইফের রাইটব্যাক নাসিরুল ইসলাম ও মোহামেডানের উইঙ্গার জাফর ইকবাল। ৩০ সদস্যর দলে আছে চ্যাম্পিয়নশিপ লিগে ৪ ম্যাচে ৫ গোল করা বাফুফে এলিট একাডেমির স্ট্রাইকার মিরাজুল ইসলাম। বাফুফে ৩০ জনের দল নিয়ে ক্যাম্প শুরু করতে আগ্রহী নয়। তাই খুব দ্রুতই ২৩ সদস্যর দল ঘোষনা করবে নতুন কোচ কাবরেরা। ১৩ অথবা ১৪ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবে বাফুফে।
২৪ মার্চ মালদ্বীপের রাজধানী মালেতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের কোচ হিসেবে হাভিয়ের কাবরেরার অধ্যায়। এই অধ্যায় কেমন হবে এখন তাই দেখার অপেক্ষায় বাংলাদেশের সমর্থকরা।