‘সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশীপ ২০২২’-কে সামনে রেখে অনুশীলন চালিয়ে নিচ্ছে বাংলাদেশ অ-১৮ নারী ফুটবল দল। আজ বাংলাদেশ সময় সকাল ১০:৩০ মিনিট থেকে ১২:০০ মিনিট পর্যন্ত জামশেদপুরের JF Arena ফুটবল গ্রাউন্ডে নিজেদের দ্বিতীয় দিনের ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। আজ জামশেদপুরের ৩৩ ডিগ্রী সেলসিয়াসে অনুশীলন করেছে বাংলাদেশের তরুণী ফুটবলাররা।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে JRD Tata Sports Complex স্টেডিয়ামে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচ শুরু হবে সাফ অ-১৮ নারী চ্যাম্পিয়নশীপ।

সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন (সাফ) ও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অনুমতির পরিপ্রেক্ষিতে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ অ-১৮ নারী ফুটবল দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফগণ স্টেডিয়ামের গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করতে পারবে। আগামী ১৭ ই মার্চ একই ভেন্যুতে নেপাল অ-১৮ নারী ফুটবল দলের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ অ-১৮ নারী ফুটবল দল তাদের সাফ জয়ের মিশন শুরু করবে।

Previous articleপ্রীতি ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা কাবরেরার; নতুন মুখ মেরাজ, ফয়সাল!
Next articleনা ফেরার দেশে বাফুফে সাধারন সম্পাদকের ‘মা’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here