জয় দিয়েই সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা শুরু করেছে বাংলাদেশ। ভারতের জামশেদপুরের “জেআরডি টাটা কমপ্লেক্স”-এ অনুষ্ঠিত ম্যাচে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যদের জয় ৪-২ গোলে। বাংলাদেশের জয়ে গোল করেছেন আফেইদা খন্দকার, আকলিমা খাতুন, ইতি খাতুন এবং শাহাদা আক্তার রিপা। আর নেপালের হয়ে দুই গোল শোধ দেন দিপা শাহী এবং আমিশা কার্কি।

নেপালের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ফল আসে খুব দ্রুতই। ম্যাচের প্রথম মিনিটে কেউ কিছু বুঝে ওঠার আগেই নেপালের জালে বল পাঠান আফেইদা খন্দকার। তবে ম্যাচের বয়স যখন আধ ঘণ্টা, তখনই সমতায় ফেরে নেপাল। দিপার গোলে ম্যাচে সমতায় ফেরা নেপালকে স্বস্তিতে থাকতে দেননি আকলিমা খাতুন। ৩৩তম মিনিটে বাংলাদেশী ফরোয়ার্ডের গোলে আবারো ম্যাচে লিড নেয় বাংলাদেশ। এর মিনিট দুয়েক পর আবারো গোলের আনন্দে ভাসে বাংলাদেশ। আরেক ফরোয়ার্ড ইতি খাতুনের গোলে ৩-১ ব্যাবধানে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে ব্যাবধান আরো বাড়ান শাহাদা আক্তার রিপা। রিপার গোলে ৪-১ গোলে।এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দুদলই খেলে কিছুটা অগোছালো ফুটবল। জামশেদপুরের উষ্ণ আবহাওয়ায় কিছুটা পরিশ্রান্ত হয়ে পড়ে দুদলের ফুটবলাররা। তাইতো দ্বিতীয়ার্ধে আর প্রথমার্ধের মত ধারালো ফুটবল খেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। অপরদিকে নেপালও ম্যাচে ফেরার মতো তেমন কোনো চমক উপহার দিতে পারেনি। নিষ্প্রাণ দ্বিতীয়ার্ধের খেলা শেষে যখন বাংলাদেশ ৪-১ গোলের জয়ের ক্ষণ গণনায়, তখনই ব্যাবধান কমান আমিশা। নেপালি ফরোয়ার্ডের গোলে ব্যাবধান কমলেও ৪-২ গোলের জয় নিয়েই সাফ অনূর্ধ্ব-১৮ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের মিশন শুরু করলো বাংলাদেশ। তিন দলের টুর্নামেন্টে আগামী ১৯ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলার মেয়েরা।

Previous articleপিটারের হ্যাট্রিক নৈপুণ্যে জয় পেলো চট্টগ্রাম আবাহনী
Next articleমোহামেডানের জয়ের দিনে ড্র পুলিশ-রাসেল ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here