মার্চ ২০২২ ফিফা উইন্ডোতে আগামী ২৪ শে মার্চ মালদ্বীপ জাতীয় ফুটবল দলের বিপক্ষে একটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আসন্ন ম্যাচকে সামনে রেখে গতকাল মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলো বাংলাদেশ দল।

আজ স্থানীয় সময় দুপুর ১২ টায় (বাংলাদেশ সময় দুপুর ১টায়) প্রি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জ্যাভিয়ার ক্যাবররা ও দলীয় অধিনায়ক জামাল ভূঁইয়া। আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক ফ্রান্সিসকো মারিওরো ও দলের অধিনায়ক সাফরাজ জলিল।

গত সাফ চ্যাম্পিয়নশীপে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে মাঠে বসে খেলা দেখার তেমন সুযোগ পায় নি প্রবাসী বাংলাদেশিরা। টিকেটের বেশী সংখ্যক ব্যবস্থা না থাকার কারণ সেসময় ক্ষোভ প্রকাশ করেছিলো প্রবাসী বাংলাদেশিরা। তবে এবারের আসন্ন প্রীতি ম্যাচে পূর্ববর্তী ঘটনার বিপরীত প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। জামাল বলেন, ‘আশা করি মালদ্বীপ ফুটবল ফেডারেশন বাংলাদেশিদের এ ম্যাচ দেখার সুযোগ দেবে। এটা মালদ্বীপের হোম ম্যাচ, কিন্তু এখানে অনেক বাংলাদেশি আছে, যারা আমাদের সমর্থক। তারা যেন পর্যাপ্ত টিকিট পায়। সাফে দেখেছি অনেকেই টিকিট পায়নি। কিন্তু তারা খেলা দেখতে চেয়েছে। আশা করি এবার এমনটা হবে না।’

আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০ টায় মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে স্বাগতিক মালদ্বীপ জাতীয় ফুটবল দলের বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

Previous articleমালদ্বীপ পৌঁছালো বাংলাদেশ জাতীয় ফুটবল দল
Next articleনেপালের বিপক্ষে জয়ে শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here