এ যেনো চোরাবালিতে আটকে পড়া এক বাঘের গল্প। এক ধাপ এগিয়ে এলে পরমুহূর্তেই পিছিয়ে পড়ে দুই ধাপ। বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কথা। গতবছরের শেষ ফিফা উইন্ডোতে র্যাংকিংয়ে একধাপ উন্নতি করে ১৮৭ থেকে ১৮৬ তে উঠে এসেছিলো বাংলাদেশ দল। ফেব্রুয়ারীর উইন্ডোতে র্যাংকিংয়ে অপরিবর্তিত অবস্থানে থাকলেও। এবারের মার্চের ফিফা উইন্ডোতে বাজে পারফরম্যান্সের কারণে আবারো দুই ধাপ পিছিয়ে পড়ে ১৮৬ থেকে ১৮৮ তে চলে আসে বাংলাদেশ ফুটবল দল।
মার্চ ২০২২ ফিফা উইন্ডোতে নিয়ম অনুযায়ী দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ। প্রথমটিতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে ২-০ পরাজিত ক্যাবররার শিষ্যরা। দ্বিতীয়টিতে নিজেরা স্বাগতিক হয়ে ফিনিশিং ব্যর্থতার বিপাকে পড়ে মঙ্গোলিয়ার বিপক্ষে একমাত্র অর্জন ড্র। পারফরম্যান্স ব্যর্থতার কারণে ৩.৮৫ রেটিং পয়েন্ট হারিয়ে ৯০৩.৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ দলের বর্তমান অবস্থান ১৮৮ তম। এদিকে সাফ অঞ্চলে সবার আগে এগিয়ে থাকা ভারত আছে ১০৬-এ।