এগারো দিনের বিরতি কাটিয়ে আবারো মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মধ্যবর্তী দলবদলে নিজেদের দুর্বলতার জায়গাগুলো পূরণ করে নতুন উদ্যমে মাঠে নামছে ক্লাবগুলো। দ্বিতীয় লেগের প্রথম দিনে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং বর্তমান রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। অপরদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাগতিক উত্তর বারিধারার বিপক্ষে ২-০ গোলের জয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের।
বসুন্ধরা কিংসের নতুন দুই সাইনিং ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনো এবং স্প্যানিশ-গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারংয়ের ফুটবল শৈলী দেখার অপেক্ষায় ছিলেন ফুটবল প্রেমীরা। বসুন্ধরা কিংসের হয়ে নিজের অভিষেক ম্যাচে নুহা মারং খুব একটা আলো ছড়াতে না পারলেও মিগুয়েল দামাসেনো ঠিকই স্পটলাইট কেড়ে নিয়েছেন। বসুন্ধরা কিংসের করা দুই গোলের দুটিই এসেছে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের পা থেকে।
কোনো বিদেশি ছাড়াই খেলতে নামা স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে কার্ড সমস্যায় খেলতে পারেননি বসুন্ধরা কিংসের প্রাণ ভোমরা রবসন রবিনহো। কিন্তু রবসনের অভাব প্রথমার্ধে তেমন একটা অনুভূত হয়নি। তবে অভিষেক ম্যাচে গোল করার উপর্যুকুরি বেশ কয়েকটি সুযোগ হেলায় নষ্ট করেছেন নুহা মারং। অবশেষে ২৯তম মিনিটে মিগুয়েলের গোলে এগিয়ে যায় কিংস। বিশ্বনাথ ঘোষের লম্বা থ্রো থেকে স্বাধীনতা ক্রীড়া সংঘের ডি বক্সে জটলার সৃষ্টি হয়, আর সেখান থেকেই ডান পায়ের শটে বসুন্ধরার জার্সিতে নিজের প্রথম গোল করেন মিগুয়েল। এরপর ৩৫তম মিনিটে আবারো স্কোর শিটে নাম তুলেন মিগুয়েল। বাইলাইনের উপর থেকে ইয়াসিন আরাফাতের বুদ্ধিদীপ্ত বল কন্ট্রোলিং এরপর নেওয়া শট স্বাধীনতার গোলরক্ষক সারোয়ার জাহান ফিস্ট করে ফেরালেও বা পায়ের মাপা শটে জাল খুঁজে নেন মিগুয়েল। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অনেকটাই ধীরগতির ফুটবল খেলে কিংস। ফলে আর বাড়ানো হয়নি গোলের ব্যাবধান। অপরদিকে খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি স্বাধীনতাও। ফলে ২-০ গোলের জয়েই দ্বিতীয় লেগ শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা।
দিনের অপর ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের দ্বিতীয় মিনিটে সদ্যই শেখ জামালে যোগ দেওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড আলাইকওয়ের গোলে লিড নেয় শেখ জামাল। এরপর ২১তম মিনিটে ব্যাবধান বাড়ান আরেক নাইজেরিয়ান মুসা নাজারে। ফলে দুই অভিষিক্ত ফুটবলারের গোলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।