বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ের ধারা অব্যহত রেখেছে বসুন্ধরা কিংস। তাদের হোম ভেন্যু কিংস অ্যারেনায় উত্তর বারিধারাকে ০-৬ গোলে বিদ্ধস্ত করেছে তারা ।

ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে লিড নেয় কিংস। ২৬ মিনিটে মিগুয়েল ফেরেইরার গোলে লিড নেয় কিং। চার মিনিট পর স্কোরলাইন দ্বিগুণ করেন সোহেল রানা। গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং ৩৮ মিনিটে গোল করলে ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দলটি।

বিরতির পর গোল পেতে কিছুটা সময় নিয়েছে অস্কারের শিষ্যরা। ৮৭ মিনিটে তৌহিদুল আলম সবুজ দলের চতুর্থ গোল করেন। ইনজুরি সময়ে বারিধারার খোকন নিজেদের জালে বল জড়িয়েদেন। এছাড়া  সুমন রেজা একটি  গোল করলে ৬-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

এই জয়ে কিংস ১৩ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।  সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে বারিধারার অবস্থান টেবিলের ১০ নাম্বারে।

একই দিন অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ২৮ মিনিটে জামালের নতুন গাম্বিয়ান মুসা নাজরে দলকে এগিয়ে নেন। ১-০ গোলে এগিয়ে থেকে  বিরতিতে যায় দুই দল।

বিরতির পর জামালের অধিনায়ক সলোমন কিং ৬৬ মিনিটে গোল করেন। সলোমনের গোলের চার মিনিট পর মুক্তিযোদ্ধার কামারা গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বাকি সময় মুক্তিযোদ্ধা সমতা আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

এই জয়ে শেখ জামাল লীগে ১৩ ম্যাচ অপরাজিত রইল। ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা ঢাকা আবাহনীর পয়েন্ট ২৫। অন্য দিকে ১৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ রেলিগেশন জোনে।

Previous article১৬ মে শুরু জাতীয় দলের ক্যাম্প!
Next articleআবারো ফিরে আসার গল্প আবাহনীর; জয় পেয়েছে সাইফ-রাসেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here