বাংলাদেশের ফুটবলের পাইপলাইনে মানসম্পন্ন পর্যাপ্ত ফুটবলারের সংকট তো বহুদিনের। তাইতো প্রতিবারই নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রাধান্যের জায়গা থাকে তৃণমূল ফুটবল। কিন্তু ইশতেহার ইশতেহারই থেকে যায়, নির্বাচনের পর আর খবর থাকে না কর্তাদের। তবে এবার এসেছে পরিবর্তন। সারাদেশের ৫১টি স্কুল ফুটবল দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে “বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় স্কুল ফুটবল কমিটির ব্যবস্থাপনায় আগামী ১২ মে থেকে সারাদেশে পর্যায়ক্রমে শুরু হচ্ছে ফুটবলার খোঁজার এই টুর্নামেন্টটি। দেশের ৮টি আঞ্চলিক ভেন্যুতে ৫১টি দলের অংশগ্রহণে শুরু হবে টুর্নামেন্টটি। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ বাফুফের সদস্যবৃন্দ।