দেশের একটি শীর্ষ সংবাদ মাধ্যমের দেয়া গুঞ্জন অনুযায়ী বসুন্ধরা কিংসে যোগ দিতে যাচ্ছে সাবেক নিউক্যাসল ইউনাইটেড ডিফেন্ডার স্টিভেন ভিনসেন্ট টেইলর। ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার ইংলিশ লীগের দল নিউক্যাসেলের হয়ে দুইশ এর অধীক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেলেও খেলা হয়নি থ্রি লায়ন্স জার্সিতে, তবে খেলেছেন তাদের বয়সভিত্তিক দলগুলোর হয়ে।

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমটি কিংস সভাপতি ইমরুল হাসানকে প্রশ্ন করলে তিনি সরাসরি টেইলরের কথা বলেন নি, ‘আমরা দক্ষিণ ও মধ্য আমেরিকা, এশিয়ার মধ্য প্রাচ্য এবং ইউরোপে জাতীয় দলে খেলা সাবেক খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছি। আশা করি ভালো খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করতে পারবো।’

এদিকে কিছুদিন আগে জানা গিয়েছিলো বলিভিয়ান একজন উইংগার ও ইরাকের একজন ডিফেন্ডারের সাথে আলোচনা চলছে বসুন্ধরা কিংসের। এরই মধ্যে ইরাকি ডিফেন্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি প্রায় পাকা করার কথা জানা যায়। কিন্তু স্টিভেন টেইলর দলে যোগ দিলে হয়তো তা হচ্ছে না। এছাড়া বলিভিয়ান উইংগারের খেলাও তাদের মনে ধরেছে এমনটাই এক জাতীয় দৈনিককে জানিয়েছিলেন কিংস সভাপতি, ‘অনেক বিদেশির বায়োডাটা হাতে এসেছে। আমরা চাইছি বারকোসের সঙ্গে একজন ক্ষিপ্র গতির উইংগার। কলিনদ্রেসের গতি কমে গিয়েছিল, এ জন্য একটু সমস্যা হচ্ছিল। ভিডিওতে বলিভিয়ান উইংগারকে যে রকম দেখেছি, সে রকম খেললে কলিনদ্রেসের আফসোস আর থাকবে না। এখন সে কোনো ক্লাবের সঙ্গে নেই, এটাও একটা সুবিধা।’

স্টিভেন টেইলর বর্তমানে অস্টেলিয়ান টপ টায়ারের দল ওয়েলিংটন ফিনিক্সের প্রতিনিধিত্ব করছেন। তাদের বর্তমান অধিনায়কও তিনি। সেন্টার ব্যাক ছাড়াও রাইট ব্যাকে খেলার অভিজ্ঞতা আছে এই ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার ডিফেন্ডারের। তবে চুক্তিটির সাথে প্রশ্নবোধক চিহ্নটি থেকেই যায়। কারণ কিংস ম্যানেজমেন্ট অনেক বড় বড় খেলোয়াড়ের সাথেই যোগাযোগ রাখছে। ফলে স্টিভেনের বিষয়টি এই প্রক্রিয়ার একটি অংশই হয়ে থাকতে পারে। কিন্তু তিনি যদি কিংসের জার্সি খেলতে আসেন তবে এটি হবে ইংলিশ লীগে খেলা তৃতীয় কোন খেলোয়াড়ের বাংলাদেশের ফুটবলে আগমন।

Previous articleসাবেক জাতীয় ফুটবলার মানিক আর নেই
Next articleপাওনা টাকা দাবি করাতে মার খেলেন মানডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here