আগামী জুনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এএফসি এশিয়ান কাপ ২০২৩‘-এর মূল বাছাইপর্বে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এর আগে ১লা জুন ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ লড়বে ইন্দোনেশিয়ার বিপক্ষে। এই ম্যাচগুলো সামনে রেখে ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এএফসি কাপ খেলতে কলকাতায় যাওয়া বসুন্ধরা কিংসের ফুটবলারদের নাম এখনো ঘোষণা করেনি বাফুফে।
ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ ও এএফসি এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে আগামীকাল মঙ্গলবার থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন শুরু হবে বিকাল ৪টায়। তবে দর্শক ও সাংবাদিকদের জন্য থাকছে না পুরো অনুশীলন দেখার সুযোগ। এর আগে গত মার্চে ক্লোজ ডোরে অনুশীলন করিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড।বাফুফে থেকে জানানো হয়েছে, গণমাধ্যমের জন্য অনুশীলনের প্রথম ১৫ মিনিট উন্মুক্ত থাকলেও পরের বাকি সময় ক্লোজ ডোরে অনুশীলন করবে বাংলাদেশ দল।
আজ সোমবার বিকেল থেকে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আবাসিক ক্যাম্পে উঠেছেন ফুটবলাররা। প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ২১ ফুটবলারের মধ্যে ক্যাম্পে যোগ দিয়েছেন ২০ জন। ইনজুরির কারণে ক্যাম্পে যোগ দেননি আবাহনীর গোলকিপার শহিদুল আলম সোহেল। কিংস অ্যারেনায় টানা অনুশীলনের পর ২৭ মার্চ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।