এশিয়ান কাপের মূল বাছাইপর্ব সামনে রেখে এরইমধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন ক্যাম্প। বসুন্ধরা কিংস ছাড়া অন্যান্য দলের ২১ ফুটবলারের গতকাল বিকেলে ‘হোটেল রেডিসন ব্লু’ তে রিপোর্টিং ছিল। গোলরক্ষক শহীদুল আলম সোহেল ইনজুরির জন্য রিপোর্ট করেননি। বাকি ১৯ জন সময় মতোই রিপোর্ট করেছেন। কিন্তু আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে, ৭ বছর ধরে জাতীয় দলে খেলা নাবীব নেওয়াজ জীবন জানতেন-ই না গতকাল ছিল রিপোর্টিং!

ছুটিতে জীবন বগুড়ায় গ্রামের বাড়িতে ছিলেন। গ্রামের বাড়িতে গিয়ে অনেকটা বিচ্ছিন্নতার মধ্যেই ছিলেন বলেন জানান আবাহনীর এই ফুটবলার। ফলে ফেডারেশন থেকে দেওয়া ফোন, মেসেজ সবকিছুই মিস করেন তিনি। পরে রাতের বেলা জানতে পেরে তখনই রওনা হতে চেয়েও পারেননি ঝড় বৃষ্টির বাঁধায়। এরপর সকালে রওনা হয়ে দুপুরে টিম হোটেলে পৌঁছান জীবন। অবশ্য এর আগেই কোচিং স্টাফের মাধ্যমে হাভিয়ের ক্যাবরেরা তাকে জানিয়েছিলেন তিনি ক্যাম্পে থাকতে পারবেন না। তবে ক্যাম্প থেকে বাদ পড়ার বিষয়ে কারো ওপর কোনো প্রকার রাগ-ক্ষোভ নয়, বরং ভাগ্যকেই দুষছেন এই ফরোয়ার্ড। জীবনের পরিবর্তে ক্যাম্পে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন।

Previous articleসফলতার বিষয়ে আশাবাদী অধিনায়ক জামাল ভূঁইয়া
Next articleজয় দিয়েই এএফসি কাপ মিশন শুরুর প্রত্যাশা ব্রুজনের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here