বাংলাদেশ প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিতে ট্রেনার হিসাবে যোগ দিলেন কোচ কামাল বাবু। সর্বশেষ তিনি বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের দল ওয়ারী ক্লাবের কোচ ছিলেন।
লীগের মাঝপথে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের নানা অভিযোগ ওঠে কিছু সংবাদমাধ্যমে। বরাবরের মতো তিনি অভিযোগটিকে মিথ্যা বলে উড়িয়ে দেন। এ বিষয় সহ নানা কারনে ক্লাবের সাথে তার বনিবনা না হওয়াতে তাকে দ্বিতীয় পর্ব হতে ওয়ারীর ডাগআউটে আর দেখা যায়নি। ক্লাব বহিস্কার করেছে নাকি তিনি নিজেই পদ ত্যাগ করেছেন সেই বিষয়টি পরিস্কার নয়।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী তিনি বাকি মৌসুমের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ট্রেনার হিসাবে যোগ দিয়েছেন। যদিও রহমতগঞ্জে একজন বিদেশি ট্রেনারের আসার কথা ছিলো। কিন্তু অল্প সময়ের জন্য তিনি আসতে চান না বলে বিকল্প হিসাবে দেশের স্বনামধন্য এই কোচকেই বেছে নিয়েছে রহমতগঞ্জ।