দলে ডাক পেয়ে দলের সাথে ইন্দোনেশিয়া মিশনে যাওয়া হচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চার ফুটবলারের। সেই চারজন হলেন মাসুক মিয়া জনি,তারিক কাজী, সুমন রেজা ও মতিন মিয়া। তারা কোচ ক্যাবররার প্রাথমিক স্কোয়াডে থাকলেও ইঞ্জুরির কাছে বাধা পড়লো।

আগামী ১লা জুন ইন্দোনেশিয়া বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রয়েছে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্যে দলে ডাক পায় বাংলাদেশ দল ও বসুন্ধরা কিংসের এই চারজন খেলোয়াড়। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় দলের চিকিৎসকের রিপোর্ট পাওয়ার পর তাদের ছাড়াই বাকি ২৩ জনের দল চূড়ান্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হ্যাভিয়ের ক্যাবরেরা।

উক্ত ইঞ্জুরি প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘আমাদের চিকিৎসক তাদের বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। এই মুহুর্তে তারা অনুশীলন ও খেলার পর্যায় নেই। চিকিৎসকের সঙ্গে কোচও কথা বলেছেন। কোচিং স্টাফদের সঙ্গে আলোচনা করে কোচ কিংসের চার ফুটবলার বাদ রেখে বাকি ২৩ জন চূড়ান্ত করেছেন।’

বিগত ম্যাচ বিশ্লেষণ করলে বাংলাদেশ দলের যে সমস্যা প্রকটভাবে দেখা দিয়েছে তা হলো গোল সমস্যা। ইঞ্জুরির কারণে খেলোয়াড় বাদ পড়লেও অন্যদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এই প্রসঙ্গে তিনি বলেন, ’আসলে সিনিয়রদের মিস করব। তবে অন্য যারা আছে তারা সেই অভাব পূরণ করতে পারবে। সুফিল এখন সিনিয়র ফরোয়ার্ড ওর সঙ্গে অন্যরা ভালো সহায়তা করবে।’

ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ দলের সামনে রয়েছে ‘এএফসি এশিয়ান কাপ চায়না-২০২৩’ এর কোয়ালিফায়ার্স রাউন্ড। ইঞ্জুরি কারণে সমস্যা তৈরি হলেও ইঞ্জুরিকে ফুটবলের অংশ মনে করে নিজের পরিকল্পনা সাজাতে ব্যস্ত ক্যাবররা। তিনি বলেন, ‘ইনজুরি ফুটবলের একটি অংশ। যারা আছে তাদের নিয়েই সেরা পরিকল্পনা করছি। মালয়েশিয়ায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনের চেষ্টা করব।’

Previous articleক্যাবরেরার চূড়ান্ত দল ঘোষণা!
Next articleমাঠে গড়ানোর অপেক্ষায় পাইওনিয়ার ফুটবল লিগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here