প্রকৃতির কাছে বাধাপ্রাপ্ত হলো বাংলাদেশ ও মালেশিয়া জাতীয় মহিলা ফুটবল দলের প্রীতি ফুটবল ম্যাচ। আগামী ২৩ ও ২৬ জুন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল ও মালেশিয়া জাতীয় মহিলা ফুটবল দলের মধ্যে দুইটি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচ হওয়ার কথা ছিলো। দুই দলের মধ্যকার ম্যাচ নিয়ে সিলেটে বিভিন্ন অনুষ্ঠানের কার্যাবলী সম্পন্ন করা হলেও গত দুইদিন ধরে বৃষ্টিপাত ও ২য় বারের মতো বন্যায় আক্রান্ত হয়ে নাজেহাল সিলেট জেলা।
এছাড়া আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে সিলেট জেলা স্টেডিয়াম ও প্র্যাক্টিস ভেন্যুর প্রস্তুতি ব্যাঘাত সৃষ্টি হওয়ায় উক্ত ভেন্যু সম্পূর্ণভাবে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত পপরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আগের সময়সূচি অর্থাৎ ২৩ ও ২৬ শে অপরিবর্তিত রেখে ভেন্যু পরিবর্তন করেছে। বর্তমানে বাফুফে ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামের পরিবর্তে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করেছে।