বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগে নিজেদের মাঠে যে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস, সে চট্টগ্রাম আবাহনী এবার নিজেদের মাঠে বেশ ভালো ভাবেই চেপে ধরেছিল বর্তমান চ্যাম্পিয়নদের। কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগেইরার একটা দুর্দান্ত ডিফেন্স ছেড়া পাস আর নুহা মারংয়ের ওয়ান টু ওয়ানে দারুন ফিনিশিং ব্যাবধান গড়ে দিয়েছে ম্যাচে। এই জয়ে টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেল বসুন্ধরা কিংস। তবে ম্যাচের ব্যাবধান আরো বাড়তে পারতো, চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক সাইফুলের দুর্দান্ত কিছু সেভে ব্যাবধান বাড়েনি।
কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের প্রথম সুযোগটা পেয়েছিল বসুন্ধরা কিংসই। ১৫তম মিনিটে দুই ব্রাজিলিয়ানের রসায়নে এগিয়ে যাওয়ার সুযোগ এসছিল কিংসের সামনে। রবসন রবিনহোর পাসে মিগুয়েল ফিগেইরার দুর্দান্ত শট প্রচেষ্টায় ফিরিয়ে দেন গোলকিপার সাইফুল। ১৯তম মিনিটে ইয়াসিন আরাফাতের জোরালো শট ফিরে ক্রস বারে লেগে। ২৪তম মিনিটে প্রথমবারের মতো কিংসের রক্ষণে হানা দেয় চট্টগ্রাম আবাহনী। আফগান মিডফিল্ডার ওমিদ পোপালজায়ের ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড পিটার এবিমোবয়ের হেড অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। ২৮তম মিনিটে রবসনের বাড়ানো বলে ফাঁকা পোস্টেও বল জড়াতে পারেননি মোহাম্মদ ইব্রাহিম। পরবর্তী মিনিটেই আবারো রবসনের জোরালো শট আটকে দেন সাইফুল। এরপর ম্যাচের ৩২তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর ‘গোলমেশিন’ পিটার এবিমোবয়ে। এরপর চট্টগ্রাম আবাহনীর আক্রমনে অনেকটাই ভাটা পড়ে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরো আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কিংস। ফলাফলটাও পেয়ে যায় খুব দ্রুতই। ৫২তম মিনিটে মিগুয়েল ফিগেইরার দুর্দান্ত থ্রু পাসে অফসাইড ফাঁদ ভেঙে বল জালে জড়ান গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং। ৬৮তম মিনিটে ব্যাবধান বাড়ানোর সুবর্ন সুযোগ নষ্ট করেন রবসন। মিগুয়েলের বাড়ানো বল লক্ষ্যে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান। ৮৭তম মিনিটে বদলি হিসেবে নামা মাহদী খানের শটও যায় পোস্টের বাইরে দিয়ে। এর পরের মিনিটেই দুর্দান্ত স্কিলে বসুন্ধরা রক্ষণে ভয় ধরান ক্যান্ডি অগাস্টিন। কিন্তু সময়মত বল ক্লিয়ার করে দলকে বিপদমুক্ত রাখেন রিমন হোসেন। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে দারুন স্কিল দেখিয়ে ৩/৪ জনকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন রবসন। কিন্তু আবারো সেই সাইফুলে আটকে যান বসুন্ধরা কিংস অধিনায়ক। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই জয়ে ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী। টানা তৃতীয় লিগ শিরোপা জয়ে এখন বসুন্ধরা কিংসের দরকার মাত্র ৩ পয়েন্ট। পরবর্তী ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে বসুন্ধরা কিংস। তবে এই রাউন্ডেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সুযোগ থাকছে কিংসের সামনে। সেক্ষেত্রে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীকে হারতে হবে তাদের পরবর্তী ম্যাচে।