আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘সাফ নারী চ্যাম্পিয়নশীপ। ৬ই সেপ্টেম্বর শুরু হতে সাফের নারী চ্যাম্পিয়নশীপে অংশ নিবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরে ভালো পারফরম্যান্সের জন্য নিজেদের পরখ করে নেওয়া অন্তত জরুরি। সেজন্য নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি খেলতে প্রতিপক্ষের সন্ধান করছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। একাধিক দেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানালেও ইতিবাচক কোনো সাড়া মেলে নি। অবশেষে সংযুক্ত আরব আমিরাতের সাথে প্রীতি ম্যাচে খেলার জন্যে ইতিবাচক সাড়া পেয়েছে বাফুফে।
নেপাল যাওয়ার আগে আগামী ৩০ শে ও ১লা সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনাতে দুইটি প্রীতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ দল। এই প্রসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা ২৯ তারিখ ও ১ তারিখ দুইটা ম্যাচ তাদের সাথে খেলতে পারি। নেপাল যাওয়ার আগে এই দুইটা ম্যাচ খেলতে পারলে মেয়েরা তাদের অবস্থান বুঝতে পারবে। ঢাকা আমাদের কোনো মাঠ না থাকায় বসুন্ধরার কাছে আমরা দুই দিনের জন্য মাঠটা চাইবো।’
সাফ চ্যাম্পিয়নশীপ বাংলাদেশের গ্রুপেই পড়েছে শক্তিশালী দল ভারত। এছাড়াও রয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। তবুও নিজেদের পারফরম্যান্স নিয়ে বেশ আশাবাদী আছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘টুর্ণামেন্টের সব দলই শক্তিশালী, সবাই সিনিয়র উইমেন্স টিম। তাই নেপাল যাওয়ার আগে যদি দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে যেতে পারি তাহলে দলের কনফিডেন্স লেভেলটা বাড়বে।’
বয়স ভিত্তিক দল থেকেই একসাথে খেলে আসছে এই দলের বেশীরভাগ খেলোয়াড়। তাই তাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটাও অত্যন্ত ভালো। এতে করে ভালো কিছু করার লক্ষ্য হিসেবে চ্যাম্পিয়ন হওয়াকে টার্গেট করেছে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। আগামী ৭ সেপ্টেম্বর মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বাঘিনীদের সাফ মিশন।