আসন্ন সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আগামী ২২ শে সেপ্টেম্বর কম্বোডিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে এবং আগামী ২৭ শে সেপ্টেম্বর নেপাল জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই লক্ষ্যে আজ বৃহস্পতিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক হাভিয়ার ক্যাবররা এবং বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস।
বাফুফে ঘোষিত ২৭ জনের প্রাথমিক দলে ডাক পেয়েছে আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ নাইম। ডাক পেয়েছেন এশিয়ান কাপের বাছাইপর্বে ইঞ্জুরির কারণে দল থেকে বাদ পড়া বসুন্ধরা কিংসের চার খেলোয়াড় তারিক কাজী, সুমন রেজা, মাশুক মিয়া জনি ও মতি মিয়া। ইঞ্জুরি কারণে এশিয়ান কাপের প্র্যাক্টিস ক্যাম্প বাদ পড়া হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসও রয়েছে প্রাথমিক দল। দলে আরো রয়েছে ইয়াসিন আরাফাত, বিশ্বমাথ ঘোষ, রিমন হোসেইন, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ, বিপুল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, টুটুল হোসেন বাদশা, রাকিব হোসেন, রিয়াদুল হাসান, জামাল ভূঁইয়া, ফয়সাল আহমেদ ফাহিম, সাজ্জাদ হোসেন, রহমত মিয়া, রায়হান হাসান, সোহেল রানা, ইসা ফয়সাল। এছাড়াও দলে নতুন মুখ হিসেবে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড ইমন শাহরিয়ার।
কম্বোডিয়া ও নেপাল বিপক্ষে ম্যাচ খেলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প আগামী ২৬ শে আগষ্ট ‘বেস্ট ইর্স্টান প্লাস মায়া’ এ অনুষ্ঠিত হবে। আগামী ২৭ শে আগষ্ট থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) খেলার মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন অনুষ্ঠিত হবে।