আজ শ্রীলংঙ্কায় শুরু হতে যাচ্ছে সাফ অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশীপ ২০২২। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশীপের বয়সভিত্তিক খেলাগুলোতে বরাবরই সফল বাংলাদেশ। ফলে এই আসরেও ভালো করার প্রত্যাশা বাংলাদেশ দলের।
উক্ত টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৫, অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৭ এই তিন ক্যাটাগরি মিলিয়ে এবার সপ্তমবারের মতো মাঠে গড়াতে চলেছে। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ভারত তিনবার, বাংলাদেশ দুইবার ও পাকিস্তান একবার চ্যাম্পিয়ন হয়।
এই আসরে দুই গ্রুপে অনুষ্ঠিত হবে খেলা। ক গ্রুপে স্বাগতিক শ্রীলংঙ্কার সাথে রয়েছে বাংলাদেশ ও মালদ্বীপ। খ গ্রুপে ভারত, নেপাল ও ভুটান। আজ অন্য গ্রুপটির খেলার মুখোমুখি হবে ভারত ও ভুটান।
যেকোন টুর্নামেন্টের সূচনা ভালো হওয়া খুবই জরুরী। তাই শুরুটা ভালো চান বাংলাদেশ দলের অধিনায়ক ইমরান খান, ‘শ্রীলঙ্কার বিপক্ষে অনূর্ধ্ব-২০ সাফে আমরা জিতেছি। তাই ওরা এই টুর্নামেন্টে স্বাগতিক হলেও আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। টুর্নামেন্টটা আমরা ভালো পারফরম্যান্স দিয়ে শুরু করতে চাই।’