একই দিনে দুই দুইবার বাংলাদেশের কাছে পরাস্ত হল মালদ্বীপ। প্রথমে অনূর্ধ্ব-১৭ সাফে যুবাদের কাছে ৫-০ গোলে বিদ্ধস্ত হয়েছে দ্বীপ দেশটি। এরপর নারী সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা-কৃষ্ণাদের কাছে আরো একবার পরাজিত হলো মালদ্বীপ। এর ফলে নারী সাফে নিজেদের যাত্রাটাও বেশ ভালো ভাবেই শুরু করলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। নেপালের রাজধানী কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে অধিনায়ক সাবিনা খাতুনের জোড়া গোল এবং মাসুরা পারভীনের এক গোলে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে বাঘিনীরা।
কাঠমান্ডুর বৃষ্টিস্নাত সন্ধায় ম্যাচের শুরুতে কিছুটা অগোছালো ফুটবল খেলে বাংলাদেশ। ম্যাচ শুরুর ২০-২৫ মিনিটের মধ্যে একাধিক সুযোগ পেয়েও তা গোলে পরিণত করতে পারেনি সাবিনা-কৃষ্ণারা। মালদ্বীপের রক্ষণে গিয়ে বার বার খেই হারিয়েছে বাংলাদেশের ফরোয়ার্ড লাইন। অবশেষে ম্যাচের ৩২তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক সাবিনা খাতুন। প্রায় ৪০ গজ দূর থেকে ডান পায়ের জোরালো শট লাইনে থেকেও নিয়ন্ত্রণে নিতে পারেননি মালদ্বীপের গোলরক্ষক, তার হাত ফসকে বল জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা। গোল করার মিনিট দুয়েকের মধ্যে আবারো বাংলাদেশকে আনন্দে ভাসান মাসুরা পারভীন। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় বল জালে পাঠান এই ডিফেন্ডার।
এরপর ম্যাচের ৪০তম মিনিটে আবারো স্কোর শিটে নাম তুলেন সাবিনা খাতুন। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে মিডফিল্ডার মারিয়া মান্দার শট মালদ্বীপ গোলকিপার ফিরিয়ে দিলেও ফিরতি বল অনায়াসে জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক। ফলে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। বিরতির পরও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মেয়েরা, কিন্তু কোনোভাবেই আর গোলের দেখা পায়নি। অপরদিকে প্রতিপক্ষ মালদ্বীপও কমাতে পারেনি ব্যবধান। ফলে ৩-০ গোলের জয় নিয়েই এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করলো গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। আগামী ১০ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।