বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে গত কিছুদিন যাবত অনেক আলোচনা হচ্ছে। দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার নির্বাচন, আলোচনা হওয়া স্বাভাবিকই। কিন্তু এরই মধ্যে একটি বিশেষ গোষ্ঠা নির্বাচন নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী।

একটি ভিডিও বার্তায় সালাম মুর্শেদী বলেন একটি গোষ্ঠি বাফুফে নির্বাচন নিয়ে অপপ্রচার করছে। করোনা এই সময়ে বাফুফে তড়িগড়ি করে নির্বাচন করতে যাচ্ছে এমন খবর রটাচ্ছে তারা যা পুরোই ভিত্তিহীন ও বানোয়াট। তিনি আরো জানান, ‘করোনা পরিস্থিতি ঠিক হলে বাংলাদেশ সরকার এবং ফিফাকে জানিয়ে আমরা আমাদের নির্বাচন করবো।’

নির্বাচন সামনে রেখে বাফুফে তাদের প্রশাসনিক কিছু কাজকর্ম এগিয়ে রেখেছে। নির্বাচন কমিশন গঠন করার পাশাপাশি তারা বাফুফের আওতাধীন বিভিন্ন ক্লাব ও সংস্থা হতে তাদের ডেলিগেটের নাম সংগ্রহ করেছে। তবে সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের পরবর্তী দিনক্ষণ, স্থান নির্ধারণের ক্ষেত্রে বাফুফে কার্যনির্বাহী কমিটি পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে সকলকে জানাবে।

বেশ কিছুদিন আগে বাফুফের বিরুদ্ধে ফিফাতে অভিযোগ দেন বাদল রায় ও মহিউদ্দিন মহি। সেই অভিযোগের পর ফিফা বাফুফেকে জরুরী চিঠি দিয়েছে। এই বিষয়ে সালাম মুর্শেদী বলেন, ‘১৫ জুন ফিফা চিঠি দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত আমাদের দেশের অবস্থা উন্নতি হওয়ার পর কোনো বিলম্ব না করে বাফুফের এজিএম ও নির্বাচন করতে বলেছে।’

Previous articleশঙ্কিত ফুটবলাররা; দ্রুত মাঠে চান ঘরোয়া ফুটবল!
Next articleআবারো বাংলাদেশের ফুটবলে ফিরছেন স্মলি?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here