অবশেষে শেষ হতে চললো বাংলাদেশ- ক্যাবররার অধ্যায়। কোচ জেমি ডের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে ছিলেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন ও ঢাকা আবাহনীর কোচ মারিও লেমোস। দুই দফা অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব থাকার পর হাভিয়ার ক্যাবররা এসে পূর্ণাঙ্গভাবে বাংলাদেশ দলের দায়িত্ব নেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে এই স্প্যানিশ কোচের চুক্তি হয়েছিলো এক বছরের। এই বছরের ডিসেম্বরে সেই চুক্তির মেয়াদ শেষ হবে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডো কাটিয়ে শিষ্যদের সাথে নেপালের রাজধানী কাঠমুন্ডু থেকে দেশে ফিরেছে ক্যাবররা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচে মাঠে নেমেছিলো বাংলাদেশ। দুইটিই ছিলো এওয়ে ম্যাচ। প্রথম কম্বোডিয়াকে ১-০ গোলে পরাজিত করলেও দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে জামাল ভূঁইয়ারা।

সেপ্টেম্বরের পর ক্যাবররার সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দলের কোনো আন্তজার্তিক ম্যাচ নেই। এতে করে চুক্তি মেয়াদ না বাড়ালে এই ডিসেম্বরেই শেষ হাভিয়ার ক্যাবররার বাংলাদেশ অধ্যায়।

Previous articleসেনাবাহিনীর বিশাল আকারের সংবর্ধনায় সিক্ত সাবিনারা
Next articleবাফুফে ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here