প্রকাশিত হয়েছে ফিফা র্যাংকিং। কিন্তু বরাবরের মতো র্যাংকিংয়ে পিছনের দিকে হাঁটেনি বাংলাদেশ দল,তাই বলে সামনের দিকেও পদযুগল বাড়ায় নি,রয়েছে পূর্বে অবস্থানে।
অক্টোবরের ফিফা উইন্ডোতে দুইটি ‘ফিফা টায়ার-১’ আন্তজার্তিক প্রীতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ দল। একটি মঙ্গোলিয়ার বিপক্ষে এবং অন্যটি নেপালের বিপক্ষে। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচে ১-০ গোলে জয় পেলেও নেপালের কাছে ৩-১ গোলে কুপোকাত হয়েছে বাংলাদেশ। আগষ্টে ঘোষিত ফিফা র্যাংকিং অনুযায়ী ৮৮৩.১৮ রেটিং পয়েন্ট নিয়ে ১৯২ তম অবস্থানে ছিলো বাংলাদেশ। অক্টোবরের ফিফা উইন্ডোর পর সদ্য ঘোষিত ফিফা র্যাংকিংয়ে ১.২৭ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশ দলে। বর্তমানে ৮৮৪.৪৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পূর্বের ১৯২ তম স্থানেই অবস্থান করছে।