বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ জেমি ডে’র বকেয়া পারিশ্রমিক প্রদানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমনকি সঠিকভাবে জেমি’র পাওনা পরিশোধ না করায় জরিমানাও গুনতে হবে বাফুফে’কে।
জেমি ডে’র চুক্তি ছিল ২০২২ সালের আগস্ট পর্যন্ত। কিন্তু চুক্তি শেষ হওয়ার আগেই গত বছর সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করা হয়। পরিশোধ করা হয়নি পাওনা। এ কারণে ইংলিশ এই কোচ আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন। বাফুফে ফিফার সঙ্গে এ ব্যাপারে আলোচনাও করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় গিয়েছে জেমি ডে’র পক্ষে।
জানা যায়নি জরিমানা আর্থিক পরিমাণ। জেমি ডে বলেন,
‘ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। আমার আইনজীবী সব বলতে পারবে।’
তবে বিষয়টিতে আইনী প্রক্রিয়ায় আগাবে বাফুফে। উক্ত বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন,
‘জেমির বেতনাদি বিষয়ে আমরা ফিফার কাছ থেকে একটি নির্দেশনা পেয়েছি। এই বিষয়ে আমাদের লিগ্যাল বিভাগ কাজ করছে। আপিল বা পরবর্তী বিষয়ে তারা পদক্ষেপ নেবে।’