বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগের আসন্ন আসরে অংশগ্রহন করবে ফর্টিস ফুটবল একাডেমি ও লিটল ফ্রেন্ডস ক্লাব। ইতিমধ্যে তাদের অংশগ্রহন নিশ্চিত হয়েছে।
গত বিসিএলে চ্যাম্পিয়ন হয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিবে ফর্টিস ফুটবল ক্লাব। কিন্তু বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে নিজেদের একটি দলকে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগেও খেলাতে চায় ফর্টিস গ্রুপের ক্লাবটি। ইউরোপে ক্লাবগুলোর একাডেমি বা রিজার্ভদলগুলো তাদের লিগের দ্বিতীয় বা তৃতীয় স্তরে খেলে থাকে। সেই পরিকল্পনাই রয়েছে ফর্টিস ফুটবল ক্লাবের। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রণীত সকল কার্যক্রম সম্পন্ন করে নিজেদের আরেকটি দলকে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের খেলার জন্য তৈরি করেছে দলটি।
ফর্টিসের পাশাপাশি ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল লিটল ফ্রেন্ডস ক্লাবও ইতিমধ্যে বিসিএলে অংশগ্রহনের অনুমতি পেয়েছে। গোপীবাগের ক্লাবটির চলমান দ্বিতীয় বিভাগ ফুটবলে অংশ নিয়েছে। ফলে এবারই তাদের বিসিএল খেলার অনুমতি দেয়াটা প্রশ্নবিদ্ধও বটে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিতে উভয় দল ইতোমধ্যে ক্লাব লাইসেন্সিং সম্পন্ন করেছে। দলবদল এখনও সম্পন্ন করেনি তারা। খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা রয়েছে ৩১ অক্টোবর পর্যন্ত। উক্ত দুই ক্লাব ছাড়াও নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো চ্যাম্পিয়নশীপ লিগ দিয়ে ফুটবলে ফিরছে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।