বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ঢাকা আবাহনীতে যুক্ত হতে যাচ্ছে সিরিয়ান ডিফেন্ডার। সিরিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করা ইউসুফ মোহাম্মদকে দেখা যাবে আকাশী নীল বাহিনীর রক্ষণ সামলানোর কাজে।

১৯৯৯ সালে জন্মগ্রহন করা ২৩ বছর বয়সী ইউসুফ সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। স্বদেশী ক্লাব আল ওয়াদাহ এর পাশাপাশি বাহারাইনের ক্লাব আল আহলি’র হয়েও ক্লাব ফুটবল খেলেছেন তিনি। সিরিয়া অনুর্ধ্ব ১৯, অনুর্ধ্ব ২৩ দল ঘুরে ২০২০ সালে সিরিয়া জাতীয় দলে ডাক পান এই ফুটবলার। জাতীয় দলের হয়ে ১০ টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি।

ছয়ফুট এক ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার গতবার আবাহনীর জার্সিতে খেলে যাওয়া মিলাদ শেখের দায়িত্ব পালন করবেন। সর্বশেষ তিনি খেলেছেন সিরিয়ান লিগের অন্যতম শক্তিশালী দল আল-জাইশ এসসি’তে।

Previous articleবিসিএলে ফর্টিস একাডেমি ও লিটল ফ্রেন্ডস!
Next articleমহিলা লিগ হবে সিঙ্গেল লেগে!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here