২০২৩ সালে ব্যস্ত সূচী অপেক্ষা করছে নারী ফুটবলের জন্য। বয়সভিত্তিক অনুর্ধ্ব ২০ ও অনুর্ধ্ব ১৭ এএফসি চ্যাম্পিয়নশীপে অংশ নিবে বাংলাদেশের নারীরা। গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরে উক্ত দুই টুর্নামেন্টের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

এএফসি অনুর্ধ্ব ১৭ বাছাইয়ে বাংলাদেশ লড়বে ডি গ্রুপে। এই গ্রুপের স্বাগতিক সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত ও তুর্কমেনিস্তান। অ-১৭ বাছাইয়ে আট গ্রুপ। ২২-৩০ এপ্রিল আট দেশে এই বাছাই অনুষ্ঠিত হবে।আট গ্রুপের চ্যাম্পিয়ন দলই পরবর্তী রাউন্ডে খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর থাইল্যান্ডে মূল পর্ব।

অনুর্ধ্ব ২০ এএফসি এশিয়ান কাপে বাংলাদেশ স্বাগতিক। এইচ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান ও তুর্কমেনিস্তান। ৪-১২ মার্চ অনুষ্ঠিত হবে এই বাছাই। মোট আট গ্রপের এই বাছাই থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ৮ দল ও সেরা ৪ রানার্সআপ দল ১-১২ জুন চূড়ান্ত পর্ব খেলবে।

Previous articleসাফ জয়ী মেয়েদের বুধবার সংবর্ধনা দিবেন প্রধানমন্ত্রী!
Next articleমালদ্বীপে চ্যাম্পিয়ন সাবিনা-সুমাইয়ার দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here