বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগে আজ জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুইঁয়া কলেজ ক্লাব। কিংস ১০-১ ব্যবধানে হারিয়েছে সদ্যপুস্কুরুনি যুব এসসি’কে।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বসুন্ধরা কিংস। এতে প্রথমার্ধে স্বপ্নার ১২ ও ৩৬ মিনিট, সাবিনার ২৬ ও ৪০ মিনিট এবং রিতুপর্নার ৩৩ মিনিটের সময় করা গোলে ৫-০ গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে গোলের বন্যায় গতি আনেন অনুচিং মগিনী। ৬৮,৭০,৮৫ ও ৮৮ মিনিটে মোট চারটি গোল করেন তিনি। এছাড়া ৭৫ মিনিটে রিতুপর্ণা ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করলে ১০ গোলের কোটা পূরণ করে কিংস। সদ্যপুস্কুরুনীর পক্ষে একমাত্র গোলটি ম্যাচে ৮৪ মিনিটে করেন নাসরিন।
দিনের প্রথম ম্যাচেও গোলের বন্যা হয়। আতাউর রহমান ভুইঁয়া মানিক কলেজ ক্লাব ১৪-০ গোলে পরাজিত করে নাসরিন স্পোর্টস একাডেমিকে। দলের পক্ষে আকলিমা একাই আট গোল করেন। এছাড়া মাহফুজা, স্বপ্না ও শাহেদা দুটি করে গোল করেছেন।