বসুন্ধরা গ্রুপ মহিলা ফুটবল লীগে আজ জয় পেয়েছে জামালপুর কাঁচারিপাড়া একাদশ। এফসি ব্রাহ্মণবাড়িয়াকে ৩-২ গোলে পরাজিত করেছে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জামালপুর। ম্যাচের ২৫ ও ৪১ মিনিটে দলের পক্ষে গোল করেন শাহানাগ। বিরতির পর ৫১ মিনিটে জান্নাতুল আরেকটি গোল করলে তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় জামালপুর। এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে ব্রাহ্মণবাড়িয়া। ৬৩ মিনিটে সাগরিকা ও ৬৫ মিনিটে ফাতেমা গোল করে ব্যবধান কমান, কিন্তু শেষ পর্যন্ত আর গোল না করতে পারলে ২-৩ গোলের ব্যবধানে ম্যাচ হারতে হয় তাদের।
দিনের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র করে উত্তরা এফসি ও কুমিল্লা ইউনাইটেড। ৫৫ মিনিটে পেনাল্টিতে গোল করে উত্তরাকে এগিয়ে দেন সেলিনা। তবে ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে রনি একটি গোল করে কুমিল্লাকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এনে দেন।