গেল মৌসুমে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তর অর্থাৎ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফর্টিস ফুটবল ক্লাব। এর আগে স্বাধীনতা কাপ দিয়ে অবশ্য বাংলাদেশের সর্বোচ্চ স্তরে অভিষিক্ত হয়ে গিয়েছে ক্লাবটি। এবার নিজেদের ক্লাব ইতিহাসে দারুন এক মাইলফলক স্পর্শ করলো ফর্টিস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ক্লাবটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় রাউন্ডে এসে নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে মাসুদ পারভেজ কায়সারের দল। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে ড্র এবং দ্বিতীয় ম্যাচে বসুন্ধরা কিংসের বিপক্ষে হারের পর, এএফসি উত্তরার বিপক্ষে জয় পেয়েছে ক্লাবটি। আজ (শনিবার) ময়মনসিংহে আরেক নবাগত ক্লাব এএফসি উত্তরাকে ১-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। ২৯তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে উঠে এসেছে ক্লাবটি। আর দুই ম্যাচ খেলে শতভাগ হারে শূন্য হাতে তলানিতে অবস্থান করছে এএফসি উত্তরা।

এদিকে দিনের আরেক ম্যাচে কুমিল্লায় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের ২৯তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইফিয়াগু উজুকুর গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে গেলেও, মিনিট দুয়েক পর অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে সমতায় ফেরে মোহামেডান। অবশ্য বিরতির আগ মুহূর্তে যোগ করা সময়ে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াকুবা বাম্বার গোলে ২-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় চট্টগ্রাম আবাহনী। বিরতির পর ৫৯তম মিনিটে মানিক মোল্লার গোলে আবারো সমতায় ফেরে মোহামেডান। বাকি সময় স্কোরলাইনে কোনো পরিবর্তন না এলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে মোহামেডান এবং ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে অবস্থান করছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে সবার উপরে অবস্থান বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের।

Previous articleআবাহনী ও শেখ জামালের জয়ে শুরু বিপিএলের ৩য় রাউন্ড
Next articleশীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here