ফেডারেশন কাপের বি গ্রুপের ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৪-৩ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচের ১৫তম মিনিটে রবসন রবিনহোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর ৩৬তম মিনিটে রবসন রবিনহোর বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে দারুন ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসরোর গাফুরভ। অবশ্য মিনিট দুয়েক পরেই বসুন্ধরা কিংসের রক্ষণের ভুল কাজে লাগিয়ে ব্যবধান কমান মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল। বিরতির পর ৪৯তম মিনিটে রবসন রবিনহোর ক্রসে হেড করে ব্যবধান ৩-১ করেন সুমন রেজা। এর মিনিট দুয়েক পরই মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার রবসনকে বক্সে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। তবে স্পট কিক ক্রসবারে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রবসন নিজেই। এরপর ৮২তম মিনিটে টুটুল হোসেন বাদশার লং বলে আলতো টোকায় ব্যবধান ৪-১ করেন বদলি নামা ডরিয়েলটন। ম্যাচে যখন বসুন্ধরা কিংসের সহজ জয়ের অপেক্ষা তখনই চমক দেয় মুক্তিযোদ্ধা। ৮৭তম মিনিটে নিজেদের অর্ধ থেকে অ্যাডাম নাজেমের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে দুর্দান্ত এক গোল করে ব্যবধান ৪-২ করেন লেন্ড্রি সেলেমানি। এরপর ৯০তম মিনিটে পেনাল্টি থেকে ইমানুয়েল আরো এক গোল করলে জমে যায় ম্যাচ। তবে শেষ পর্যন্ত একই স্কোরলাইন বজায় থাকলে ৪-৩ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।
বি গ্রুপের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে সুযোগ পেয়েও গোলের দেখা পায়নি চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস এফসির কেউই। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। ২ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী, ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ফর্টিস এবং শূন্য হাতে তলানিতে অবস্থান করছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।