আগামীকাল ঘরের মাঠে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ। সন্ধ্যা ৭.০০ টায় শুরু হবে ম্যাচ।
এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল ৩.০০ টায় ভুটানের বিপক্ষে লড়বে ভারত। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে একত্রিত হয়েছিলেন ৪ দলের কোচ এবং অধিনায়ক। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার সমর্থকদের কাছে দোয়া নিয়ে বলেছেন, ‘এই দলটি অ-১৫ ও ১৮ সাফ খেলেছে। ফলে সবার মধ্যেই দারুণ জানাশোনা রয়েছে। দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। এই টুর্নামেন্টে ভালো খেলে যেন চ্যাম্পিয়ন হতে পারি।’
বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন জয় দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করতে চান। তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য অনেকদিন থেকে প্রস্তুতি নিয়েছি। নেপাল ও ভারত দুই দলই যথেষ্ট শক্তিশালী। আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’ এছাড়া ভারত ও নেপালের কোচ এবং অধিনায়কের কণ্ঠেও ছিল শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসের সুর। কিন্তু ভুটানের কোচের কাছে টুর্নামেন্টে ভালো খেলাই একমাত্র লক্ষ্য।