গতকাল থেকে শুরু হয়েছে ‘সাফ অনুর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশীপ’। প্রথমম্যাচে ভালো শুরু করেছে বাংলাদেশ দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশের নারীরা।

নেপালের পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। সেই লক্ষ্যে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সকাল ১০:০০ টায় বাংলাদেশ দল তাদের মাঠের অনুশীলন সম্পন্ন করেছে।

বাংলাদেশ অনুর্ধ্ব-২০ নারী ফুটবল দলের অধিনায়ক শামসুন্নাহার তার ইঞ্জুরি কাটিয়ে উঠে মাঠে ফিরে এসেছে। আজ দলের সাথে অনুশীলনেও ছিলেন তিনি। গতকাল ম্যাচের প্রথমার্ধে মাথায় আঘাত পান তিনি। এরপর দ্বিতীয়ার্ধে আর মাঠে ফিরেন নি তিনি। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আগামীকাল ভারতের সাথে মাঠে নামতে পারেন বলে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফগণ।

Previous articleঅ-২০ নারী সাফঃ নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
Next articleধানমন্ডি ডার্বিতে আবাহনীর জয়; জিতেছে পুলিশ, শেখ রাসেলও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here