ফেডারেশন কাপ ২০২২-২৩ এর বি গ্রুপে নিজেদের ৩ ম্যাচের সবগুলোতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বসুন্ধরা কিংস।
মঙ্গলবার গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে অস্কার ব্রুজন শিষ্যরা। কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৪০তম মিনিটে দলকে আনন্দের উপলক্ষ এনে দেন তপু বর্মন। রবসন রবিনহোর কর্ণারে বক্সের ভেতর তৈরি হওয়া জটলা থেকে বল পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এই ডিফেন্ডার।
এরপর দ্বিতীয়ার্ধে বক্সের ভেতর চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মো. রকি হ্যান্ডবল করলে পেনাল্টি পায় কিংস। বা পায়ের বুদ্ধিদীপ্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনা। ম্যাচের প্রথমার্ধে ৪৪তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন। এরপর ৮৫তম মিনিটে সবুজ হোসেনের গোলে সমতায় ফেরে ফর্টিস। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে ইনজুরি সময়ে বুরুন্ডির ফরোয়ার্ড সেলেমানী এন্ডিকুমানার গোলে জয় ছিনিয়ে নেয় মুক্তিযোদ্ধা। এই জয়ে ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলের একটি হয়ে শেষ আটে পৌঁছেছে মুক্তিযোদ্ধা।
ফেডারেশন কাপ ২০২২-২৩ এর কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ৮ দলঃ
১. মোহামেডান স্পোর্টিং ক্লাব
২. বসুন্ধরা কিংস
৩. ঢাকা আবাহনী লিমিটেড
৪. রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি
৫. চট্টগ্রাম আবাহনী লিমিটেড
৬. শেখ রাসেল ক্রীড়া চক্র
৭. শেখ জামাল ধানমন্ডি ক্লাব
৮. মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র