সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ।

আজ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২২তম মিনিটে আকলিমা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বা প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে আকলিমার উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র। শুরুতে একটু তালগোল পাকালেও, সময় নিয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে দেন আকলিমা। এর মিনিট তিনেক পর পেনাল্টি মিস করে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন শাহেদা আক্তার রিপা। এরপর ২৯তম মিনিটে উন্নতি খাতুনের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক শামসুন্নাহার।

দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে শাহেদা আক্তার রিপার থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে দারুন গতিতে বক্সে ঢুকে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে দলের হয়ে তৃতীয় গোলটি করেন অধিনায়ক শামসুন্নাহার। এরপর ৬০তম মিনিটে সতীর্থের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে আগুয়ান গোলকিপারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বল জড়িয়ে ব্যবধান ৪-০ করেন আকলিমা খাতুন। পরের মিনিটেই বাংলাদেশের রক্ষণভাগ থেকে লম্বা করে বাড়ানো বলে ভুটানের গোলকিপার বক্সের বাইরে বেরিয়ে আসেন, ডিফেন্ডারদের পরাস্ত করে ডান পায়ের টোকায় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের উদ্দেশ্যে বল ছাড়েন আকলিমা। ফাঁকা পোস্টে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে কোনো ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক। পরে অবশ্য আরও বেশ কিছু আক্রমণ করেন ব্যবধান বাড়াতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।

এর আগে দিনের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসরের ফাইনালে পৌঁছেছে নেপাল। আগামী ০৯ ফেব্রুয়ারি শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

Previous articleফেড কাপঃ গ্রুপ সেরা হয়ে শেষ আটে কিংস; সঙ্গী মুক্তিযোদ্ধা ও চ. আবাহনী
Next articleস্থগিত বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here