দক্ষিণ আমেরিকার অন্যতম ক্লাব রিভারপ্লেট বাংলাদেশের ক্লাবগুলোর সহায়তায় এদেশে একাডেমি করতে চায়। বিষয়টি শুনে হয়তো অবাক হচ্ছেন। তবে এটি সত্যি, কথাটা বলেছেন বাংলাদেশের আসা রিভারপ্লেট কর্মকর্তা সেবাস্তিয়ান পেরেজ। তিনি ক্লাবটির ন্যাশনাল ও আন্তর্জাতিক ফুটবল বিভাগের সভাপতি। আজ রাজধানীর এক হোটেলে বাংলাদেশের শীর্ষ পাঁচ ক্লাবের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
আলোচনার বিষয়ে বসুন্ধরা কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক অফসাইডকে জানান,
‘মূলত তারা বাংলাদেশের ফুটবল কাঠামো নিয়ে জানতে চেয়েছিলো এবং দুই দেশ কিভাবে একসাথে কাজ করতে পারে এই বিষয়ে কথা হয়েছে।’
আর্জেন্টিনার সদ্য বিশ্বকাপ জয়ী দলের সাত জন সদস্য রিভারপ্লেটের একাডেমি থেকে উঠে এসেছে।
‘কিভাবে তারা একাডেমি থেকে ভালো খেলোয়াড় তুলে আনছে এই বিষয়ে ধারণা দিয়েছেন এবং বাংলাদেশে একাডেমি প্রক্রিয়া জানতে চেয়েছেন। হয়তো ভবিষ্যতে তারা বাংলাদেশের ফুটবলের একাডেমি পর্যায়ে কাজ করবেন’ – বলেছেন শায়েক।
আগামীকাল সকাল ৯ টায় রিভারপ্লেটের কর্মকর্তারা আবাহনী ক্লাবে যাবেন এবং সকাল ১১ টায় যাবেন বসুন্ধরা কিংসে।