ঈদের বিরতি কাটিয়ে মাঠে ফেরার প্রথম দিনেই চমকের দেখা মিলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। লিগের দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনী লিমিটেডকে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। অপরদিকে রহমতগঞ্জের বিপক্ষে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর দিনের আরেক ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মাচের ৬ষ্ঠ মিনিটেই লিড নেয় বসুন্ধরা কিংস। অবশ্য রবসন রবিনহোর পেনাল্টি ঠেকিয়ে দিয়েছিলেন রহমতগঞ্জ গোলকিপার মামুন আলিফ। কিন্তু ফিরতি বলে প্লেসিং শটে জালের ঠিকানা খুঁজে নেন রবসন। এরপর ম্যাচের ৩০তম মিনিটে রবসন রবিনহোর নেওয়া কর্নার কিক ক্লিয়ার করতে গিয়ে উল্টো আসরর গাফুরভের পায়ে তুলে দেন রহমতগঞ্জের এক ফুটবলার, পোস্টের সামনে বল পেয়ে আলতো টোকায় ব্যবধান দ্বিগুণ করেন এই উজবেক মিডফিল্ডার। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে বাঁ পায়ের ফ্রি কিকে লক্ষ্যভেদ করে ব্যবধান ৩-০ করেন মিগেল ফিগেইরা। আর ম্যাচ শেষের আগ মুহূর্তে ইনজুরি সময়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এই ব্রাজিলিয়ান। এই জয়ের পর ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো বসুন্ধরা কিংস।
দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবাহনীর জালে বল পাঠিয়ে ব্যবধান গড়ে দেন মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল উজুচুকু। এতে শিরোপা লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা; সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দেশের ঐতিহ্যবাহী দলটি।
আর দিনের আরেক ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের ৫৬তম মিনিটে সুলায়মান সিল্লাহর গোলে লিড নেয় শেখ জামাল। এরপর ম্যাচের ৮২তম মিনিটে পুলিশকে সমতায় ফেরান বাবলু। কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে ইনজুরি সময়ে ওতাবেকের গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ জামাল। এই হারে ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গিয়েছে পুলিশ। আর ১৯ পয়েন্টে তিনে উঠে এসেছে শেখ জামাল।