সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন বাফুফের একচ্ছত্র রাজা কাজী সালাউদ্দিন। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাফুফে বসের তোপে মুখে পড়েন সাংবাদিকরা। পরবর্তীতে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়েছেন সালাউদ্দিন।

বেশ কয়েকদিন যাবত সাংবাদিকদের রোসানলের মধ্যেই ছিলেন সালাউদ্দিন। তাই সুযোগ বুঝে নিজের সব ক্ষোভ উগরে বের করে দিয়েছেন বাফুফে সভাপতি। তিনি সংবাদ সম্মেলনে বলেন বাফুফে ভবনে কোনো সাংবাদিকের প্রবেশ করতে হলে তার বাবা ছবি থাকতে হবে। শুধু বাবার ছবি থাকলে বাফুফের সভাপতির মন ভরবে না। তিনি আরো বলেন বাবার ছবিতে পায়ে জুতা থাকা লাগবে।

পরবর্তীতে নিজের এই আক্রমণাত্মক বক্তব্যের জন্য এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন। ভিড়িও বার্তায় তিনি বলেন, ‘আসলে আমি কথাটি সাংবাদিকদের আঘাত করার জন্য বলি নি। আমি নাবিলের সাথে একটা বিষয় নিয়ে মজা করছিলাম। কিন্তু সেটা যে কেউ একজন রেকর্ড করছিলো সেটা জানতাম না। তবুও আমি যদি সেই কথায় কেউকে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি খুবই দুঃখিত। ’

তিনি আরো বলেন, ‘আমার কথাটি উদ্দেশ্য প্রণোদিত ছিলো না,এটা ছিলো একটা মজার বিষয়, একটা জোকস। এটা যে রেকর্ড করতেছিলো সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিলো। তবু আমি আন্তরিক দুঃখিত।’

Previous articleরহমতগঞ্জকে হারিয়ে ফেড কাপের শেষ চারে শেখ রাসেল
Next articleসাফে অংশ নেবে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here