টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিলো ঘরোয়া লীগের অন্যতম সফল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। আজ ফেডারেশন কাপের এবারের আসরের দ্বিতীয় সেমিফাইনালে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হয় আকাশ-নীলরা এবং শেখ রাসেলকে ৩-০ গোলে পরাজিত করে।
আবাহনীকে প্রথমে ব্রেক থ্রু এনে কোস্টারিয়ান ফরোয়ার্ড ড্যানিয়েল কলিন্ড্রেস। তার গোলে ম্যাচের ৩৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় আবাহনী। এই এক গোলের পুঁজিতেই বিরতিতে যায় আবাহনী লিমিটেড।
দ্বিতীয় গোলের দেখা পেতে মারিও লেমোসের ছাত্রদের ম্যাচের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু ৫ মিনিটের সময় ম্যাচের ৫০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ফয়সাল আহমেদ ফাহিম। শেখ রাসেলের দুই খেলোয়াড়ের ভুল বুঝাবুঝির সুযোগকে কাজে লাগিয়ে বল নিয়ে ফাঁক গলে বেরিয়ে গিয়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগোস্তোর কাটব্যাকে গোল করেন ফয়সাল আহমেদ ফাহিম।
শেখ রাসেলের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭০ মিনিটের সময় মাঠের ডানদিক থেকে ডানপায়ের বাঁকানো শটে অসাধারণ এক গোল করে বসেন ফয়সাল আহমেদ ফাহিম। শেখ রাসেল গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা চেষ্টা করেও বলকে গোল লাইন অতিক্রম করা থেকে রুখতে পারেন নি। এরপর আর কোনো গোল না হলে ৩-০ তে জয় পায় আবাহনী এবং ফাইনাল নিশ্চিত করে। আগামী ৩০ শে মে ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে ঢাকা মোহামেডান।