স্পন্সর পেলো ‘বাংলাদেশ ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ’ এবং উক্ত টুর্ণামেন্ট থেকে অর্জিত অর্থ ব্যয় হবে ফুটবলারদের অর্থিক উন্নয়নে।
আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)র কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সভায় সকলের সম্মতিক্রমে আগামী এক বছরের জন্যে ‘বাংলাদেশ ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লীগ’ আয়োজনের লক্ষ্যে ‘কে-স্পোর্টস’কে অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এই টুর্ণামেন্ট থেকে আয় করা সকল অর্থ বাংলাদেশ অ-১৭ মহিলা জাতীয় ফুটবল দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে বিতরণ করা হবে বলে জানিয়েছে।