গত বছর নারীদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর লম্বা সময় আন্তর্জাতিক অঙ্গনে পা পড়েনি বাংলাদেশের। এরইমধ্যে অনেক পরিবর্তন এসেছে নারীদের ফুটবলে। আত্মার সম্পর্ক ছিন্ন করে মেয়েদের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন গোলাম রাব্বানী ছোটন। কদিন আগে ঘরের মাঠে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সহকারী কোচ মাহাবুবুর রহমান লিটু। তবে আসছে সেপ্টেম্বরে নারী ফুটবলে রয়েছে ব্যস্ত সূচি। একই সময়ে এশিয়ান গেমস এবং এএফসি অ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বের খেলা রয়েছে। তাইতো তড়িঘড়ি করে এশিয়ান গেমসের জন্য সাইফুল বারী টিটুকে হেড কোচের দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুুজা আক্তার কিরণ বিষয়টি নিশ্চিত করেছেন।

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচ হিসেবে সাইফুল বারী টিটুর সঙ্গে সহকারী কোচ হিসেবে ম্যানেজার আমিরুল ইসলাম বাবু দায়িত্ব পালন করবেন। আর অ-১৭ দলের কোচ হিসেবে কাজ করবেন মাহাবুবুর রহমান লিটু। মাহফুজা আক্তার কিরণ আরো জানিয়েছেন, নারী ফুটবল দলের জন্য জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে কোচ খুঁজছেন তারা। কোচের প্রোফাইল, অভিজ্ঞতা, বেতন ইত্যাদি আনুষাঙ্গিক বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারলেই নারী দলের জন্য নতুন কোচ নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Previous articleএশিয়ান গেমসের জন্যে নারীদলের চূড়ান্ত স্কোয়াড ঘোষিত হল!
Next articleফিফা র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here