কদিন আগেই ভারতের ব্যাঙ্গালুরুতে সম্পন্ন হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩। জাতীয় দলের লড়াই শেষ হতে না হতেই ব্যস্ততা শুরু হয়েছে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টের। মূল টুর্নামেন্ট শেষের দুই সপ্তাহ পর শনিবার (২২ জুলাই) সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাফুফে ভবনে চূড়ান্ত হয়েছে দুই টুর্নামেন্টের গ্রুপিং। ফিফার নিষেধাজ্ঞার মধ্যে থাকায় জুনিয়র সাফেও অংশ নিতে পারছে না শ্রীলঙ্কা। তাই ছয় দল নিয়েই হচ্ছে এই দুই টুর্নামেন্ট। ড্র অনুযায়ী, অনূর্ধ্ব-১৬ সাফে বাংলাদেশ ‘এ’ এবং অনূর্ধ্ব-১৯ সাফে ‘বি’ গ্রুপে পড়েছে। তবে দুই টুর্নামেন্টেই গ্রুপ পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেয়েছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৬ সাফের গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও নেপাল। আর অনূর্ধ্ব-১৯ সাফের গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ ভারত ও ভুটান। দুই টুর্নামেন্টেই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে।
আগামী ১-১০ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এরপর ২১-৩০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।