১৯ তম এশিয়ান গেমস গ্রুপ ‘এ’তে পড়েছে বাংলাদেশ। আজ ২৭ শে জুলাই এশিয়ান গেমস ফুটবলের ড্র অনুষ্ঠান আয়োজিত হয়। ড্র অনুষ্ঠানে অংশ নেয় এশিয়ার সর্বমোট ২৩ টি দল।

বাংলাদেশসহ গ্রুপ ‘এ’তে মোট ৪ টি দল আছে। বাংলাদেশ অন্য ৩ দল হলো স্বাগতিক চীন, ভারত এবং মায়ানমার। গ্রুপ ‘বি’তে আছে ভিয়েতনাম, সৌদি আরব, ইরান, মঙ্গোলিয়া। গ্রুপ ‘সি’তে আছে উজবেকিস্তান, সিরিয়া, হংকং ও আফগানিস্তান।

২৩ দল নিয়ে আয়োজিত ড্র অনুষ্ঠানে দলগুলোকে ৬ টি গ্রুপে ভাগ করা হয়। সকল গ্রুপে চারটি করে দল থাকলেও ব্যতিক্রম ছিলো গ্রুপ ‘ডি’। এই গ্রুপে স্থান পেয়েছে ৩ টি দল। দলগুলো হলো জাপান, ফিলিস্তিন এবং কাতার। গ্রুপ ‘ই’তে রয়েছে দক্ষিণ কোরিয়া, বাহরাইন, কুয়েত, থাইল্যান্ড। সর্বশেষে গ্রুপ ‘এফ’এ স্থান হয়েছে চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, কিরগিজস্তান এবং ইন্দোনেশিয়া।

এছাড়া নারী ফুটবলেরও ড্র অনুষ্ঠানে আয়োজিত হয়েছে। এশিয়ান গেমসের নারী ফুটবলে গ্রুপ ‘ডি’তে পড়েছে সাবিনা-কৃষ্ণারা। গ্রুপ ‘ডি’ থাকা বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ হলো জাপান, ভিয়েতনাম এবং নেপাল নারী ফুটবল দল।

Previous articleবিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে মালদ্বীপের সামনে বাংলাদেশ! 
Next articleক্ষ্যাপ খেলায় ব্যস্ত জাতীয় নারী দলের ফুটবলাররা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here