আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে আন্তজার্তিক প্রীতি খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আয়োজিত ম্যাচে স্বাগতিকের দায়িত্ব পালন করবে বাংলাদেশ। ম্যাচ আয়োজনের সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ৪ এবং ১২ ই সেপ্টেম্বরকে নির্ধারণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গতকাল বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সাধারণ সভায় সকলের সিদ্ধান্তক্রমে এশিয়ান তিনটি দলের প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। দলগুলো হলো নেপাল, আফগানিস্তান এবং মায়ানমার।
মিটিং রেশ কাটতে না কাটতে ২৪ ঘন্টার মধ্যে ফলাফল চলে এসেছে। আফগানিস্তান জাতীয় ফুটবল দল বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে। তবে বাংলাদেশ দল দুইটি প্রীতি খেলতে চাইলেও আফগানিস্তান আপাতত একটি প্রীতি খেলার কথা জানিয়েছে। বাকি ম্যাচটি আফগানিস্তান দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের মুখোমুখি হবে। যদি আফগানিস্তান দুইটি ম্যাচের মধ্যে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়,তবে বাংলাদেশকে দ্বিতীয় ম্যাচের জন্য ভিন্ন প্রতিপক্ষ খুঁজতে হবে। সেক্ষেত্রে নেপালকে বেছে নেওয়ার সম্ভাবনা রয়েছে। ম্যাচ দুইটি সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত হবে।