মোহনবাগানকে রুখতে না পারলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ক্লাবকে রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপমহাদেশীয় ফুটবলের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অসাধারণ এক ফিরে আসার কাব্য রচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই রচিত উপাখ্যানে শতবর্ষী ক্লাব ইস্টবেঙ্গলকে আটকে দেয় বাংলাদেশের সার্ভিসেস ফুটবল দলটি।
কলকাতার বিখ্যাত সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে খেলার প্রথম ব্রেক থ্রুটা পায় ইস্টবেঙ্গল। ম্যাচের ৩০ মিনিটের মাথায় স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচে লিড পাইয়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে এসে লিড বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল ক্লাব। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন দলের আরেক স্প্যানিশ খেলোয়াড় হ্যাভিয়ার তোরো। ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল ক্লাব।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে লিড বজায় রেখে খেলা চালিয়ে যায় ইস্টবেঙ্গল। বিপরীতে বাংলাদেশ সেনাবাহিনীও ম্যাচে ফেরার চেষ্টা চালায়। এতে সফলতাও আসে,উল্টে যায় পাশার দান। ৮৮ মিনিটে শাহরিয়ার ইমন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে প্রথম গোল শোধ দেন। ম্যাচের যোগ করা সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেরাজ প্রধান গোল করলে ম্যাচের সমীকরণ পুরোপুরি ঘুরে যায়। এতে করে ২-২ গোলের ড্র’তে শেষ ম্যাচটি।