আজ ৮ ই আগষ্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী। তাই আজ ৮ ই আগষ্ট তাঁর জন্মবার্ষিকীর উপলক্ষ্যকে কেন্দ্র করে নানান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

কর্মসূচির প্রথমটা শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন খতম দিয়ে। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আজ সকাল ১০:০০ টায় বাফুফের মতিঝিলস্থ ভবনে কোরআন খতম করানো হয়। কোরআন খতমের পর বিকাল ৩:০০ টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর বাদ আসর তাঁর জন্মদিন উপলক্ষে মতিঝিলস্থ ঝিলপাড় জামে মসজিদে দোয়া মাহফিল এবং তোবারক বিতরণ করা হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমূহে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফে সদস্য এএফসি কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সদস্য আমের খান এবং বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

এছাড়াও বাফুফে এলিট ফুটবল একাডেমী ও বাফুফে মহিলা এলিট ফুটবল একাডেমীর খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বাফুফে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদসবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের প্রতিনিধিবৃন্দ।

Previous articleসেপ্টেম্বরে জামালদের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে আফগানিস্তান!
Next articleবিকেএসপিতে ক্যাম্প করবে বাংলাদেশ অ-২৩ দল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here