আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সামনে রেখে প্রায় ১০ দিন ধরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুরুতে এএফসি কাপের জন্য বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ফুটবলারদের ছাড়াই শুরু হয় অনুশীলন। কয়েকদিন আগেই তারাও যোগ দিলেও বাকি ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে যোগ দেওয়া জামাল প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে দেশে ফিরেছেন। সুদূর আর্জেন্টিনা থেকে প্রায় দেড় দিন ভ্রমণের পর একদিন বিশ্রাম নিয়েই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন জামাল।
জামালের এমন মনোভাব বেশ খুশি টিম ম্যানেজমেন্ট। দলের প্রতি জামালের এমন নিবেদনের প্রশংসা করে জাতীয় দলের সহকারী কোচ ও সাবেক অধিনায়ক হাসান আল মামুন বলেছেন, ‘জামাল অনেক জার্নি করে এসেছে। প্রথমেই তাকে কোচ জিজ্ঞেস করেছিল আজকের অনুশীলনে আসবে কিনা। সে বলেছে পূর্ণাঙ্গ অনুশীলনই করবে। এতে কোচ ও আমরা খুবই খুশি হয়েছি।’
আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়োর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই বাংলাদেশে ফিরেছেন জামাল। সেই ম্যাচ খেলা ও সপ্তাহখানেক আর্জেন্টিনা থাকার অভিজ্ঞতা সম্পর্কে জামাল বলেছেন, ‘সেখানে (আর্জেন্টিনায়) সব কিছুই ভিন্ন। খাবার, মানুষ, আবহাওয়াও ভিন্ন। এখন সেখানে শীত। খেলার ধরনেও ভিন্নতা রয়েছে। তবে আমি সেটা উপভোগ করেছি এবং ভালো অভিজ্ঞতা অর্জন করেছি।’
তবে আপাতত জামালের ভাবনার সবটুকু জুড়েই আফগানিস্তানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সাফের পারফরম্যান্স ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। আফগানদের বিপক্ষে দুই ম্যাচ ও তাদের সম্পর্কে জামাল বলেছেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে, ফলে তারা অবশ্যই ভালো দল। আর খেলা যেহেতু আমাদের মাঠে, এটি আমাদের জন্য ইতিবাচক। সাফে আমরা ভালো খেলেছিলাম। এখানেও চেষ্টা করব সেই রকম খেলতে।’