স্বাধীনতা কাপের ড্র সম্পন্ন; একই গ্রুপ আবাহনী-রাসেল-রহমতগঞ্জ

0
566

আগামী ২৭ অক্টোবর হতে মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ২০২৩-২৪ এর মূল পর্বের খেলা। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টটির ১৩তম আসরের গ্রুপিং ড্র।

ড্রতে একটি গ্রুপে রয়েছে চারটি দল, বাকি তিন গ্রুপে তিনটি করে দল। চারটি দলের গ্রুপটিতেই হবে হাড্ডাহাড্ডি লড়াই। হেভিওয়েট আবাহনীকে চ্যালেঞ্জ জানাবে শেখ রাসেল কেসি। শক্তিমত্তায় প্রায় কাছাকাছি দুই দলের জন্য রয়েছে কাপ টুর্নামেন্টগুলোতে জায়ান্ট কিলার খ্যাত পুরাণ ঢাকার দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

গ্রপ ‘বি’ তে এই তিন দলের সাথে লড়বে বাছাই পর্ব পার করে আসা বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গী বাংলাদেশ পুলিশ এফসি ও আবারো প্রথম সারির লিগে ফেরা ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন। গ্রুপ ‘সি’ তে মতিঝিলের সাদা-কালো শিবির খ্যাত ঢাকা মোহামেডান এসসি’র প্রতিপক্ষ ফর্টিস এফসি ও বাংলাদেশ সেনাবাহিনী।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস রয়েছে গ্রুপ ‘ডি’ তে। গ্রুপ সঙ্গী চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌ বাহিনী।

Previous articleঅবশেষে ভারত রওনা হলো বসুন্ধরা কিংস!
Next articleভারতে অনুশীলনের সুযোগ পেল না কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here